সেক্টর কমান্ডার্স ফোরাম থেকে খন্দকারের পদত্যাগ
সেক্টর কমান্ডারস ফোরাম থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির চেয়ারম্যান এ কে খন্দকার। ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান।
তিনি বলেন, বয়সের কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ে নিজের প্রকাশিত একটি বই নিয়ে ব্যাপক বিকর্তের মধ্যেই তিনি পদত্যাগ করলেন।
পদত্যাগ পত্রে উল্লেখ করা হয়, আমি অদ্য ১৭/০৯/২০১৪খ্রিঃ তারিখ থেকেই সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে সেক্টর কমান্ডার্স ফোরামের ‘চেয়ারম্যান’ এর পদ থেকে পদত্যাগ করছি এবং অদ্য ১৭/০৯/২০১৪ খ্রি. তারিখ থেকে সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য পদ থেকে আমার নাম প্রত্যাহার করছি। বয়সের কারণে বর্তমানে উক্ত পদে থেকে ফোরামের সার্বিক দায়িত্ব পালন করা সম্ভব হয়ে উঠছে না বলেও উল্লেখ করেন তিনি।
এ কে খন্দকার ছিলেন মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি এবং আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী।
সম্প্রতি তার লেখা ‘১৯৭১ : ভেতরে বাইরে’ প্রকাশের পর থেকে আওয়ামী লীগের তীব্র সমালোচনার মধ্যে রয়েছেন তিনি। আওয়ামী লীগের অনেক নেতাই তার বই বাজেয়াপ্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য চালু নেই