সেই সুখের তাড়নায় আলাদা পোজ ব্যবহার উচিত নয়

সদ্য বিবাহ হয়েছে, নাকি আপনি প্রগতিশীল লিভ টুগেদারের স্বপক্ষে? নাকি আপনি যে পক্ষেরই হন যৌনতা বিষয়ে আপনার ভুল ভাঙা প্রয়োজন। অধিক যৌনতাই সর্বসুখ নয়।

বহু মানুষের ভুল ধারণা ভাঙাতে নয়া এক গবেষণায় উঠে এসেছে এমনই এক নতুন তথ্য। জার্নাল অফ ইকোনকিম বিফেভিয়ার নামের এক গবেষণা বলেছে অধিক যৌনতা খুব তাড়াতাড়িই ডেকে আনতে পারে দাম্পত্য অনিহা। এমনকি এর ফলে নাকি থেকে যায় বিবাহ ভাঙনেরও সম্ভবনা।

তবে দিনে কতবার যৌন মিলন অদর্শ সে সম্পর্কে ওই নয়া গবেষণায় কিছুই লেখা হয়নি। একই সঙ্গে এই নয়া রিপোর্টের দাবি, যৌনতার সময় অধিক যৌন সুখের তাড়নায় কখনই বিভিন্ন আলাদা আলাদা পোজ ব্যবহার করা উচিত নয়।



মন্তব্য চালু নেই