সেই নারী পুলিশকে ধর্ষণের প্রমাণ মিলেছে
তুরাগ থানার নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণের প্রমাণ মিলেছে, তবে তা গণধর্ষণ নয়।
মঙ্গলবার ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিসের সমন্বয়কারী ডা. বিলকিস এ কথা জানান।
তিনি বলেন, ‘ওই নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণের প্রমাণ মিলেছে। তবে তা গণধর্ষণ নয়।’
জানা গেছে, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে ধর্ষিতার সাবেক স্বামী খিলগাঁও থানার এএসআই কলিমুর রহমানকে।
শনিবার রাতে ভিকটিমের বোন বাদি হয়ে খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন।
খিলগাঁও থানার ওসি জিয়া মোস্তাফিজ ভুঁইয়া জানান, কলিমুর রহমান ছাড়াও অজ্ঞাত আরো তিনজনকে মামলায় আসামি করা হয়েছে।
তবে মামলার পর থেকে কলিমুর রহমান লাপাত্তা।
গত ১০ জুন সাবেক স্বামীর হাতে ধর্ষণের শিকার হন ওই নারী কনস্টেবল। মামলার পর ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসে ভর্তি করা হয়।
সোমবার তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তর করা হয়।
মন্তব্য চালু নেই