সেই ছেলেকে বিয়ে করতে রাজি ৭০ ‘পাত্র’!

ছেলের জন্য পাত্র চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন মুম্বাই নিবাসী মা। সেই বিজ্ঞাপনের উত্তরে এবার ৭০টি বিয়ের প্রস্তাব পেলেন তিনি। বেশিরভাগ প্রস্তাবই এসেছে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৈদি আরব থেকে। বাদ পড়েনি ভারতও। ভারতের বিভিন্ন অংশ থেকে এসেছে প্রায় ৩২টি প্রস্তাব। অবাক শোনালে এটাই সত্যি। দেশের এক প্রথম সারির দৈনিকে ‘৩৬ বছরের ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার পাত্রর জন্য উপযুক্ত ২৫-৪০ বছর বয়সের পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন মুম্বইয়ের পদ্ম আয়ার। এমনকী শর্ত ছিল, পাত্রকে হতে হবে পশুপ্রেমী, নিরামিষাশী। আর্থিকভাবে প্রতিষ্ঠিত।

ছেলের বিয়ে দিতে চেয়ে মুম্বfইয়ের পদ্মা আয়ারের বিজ্ঞাপনটি প্রথমে ছাপতে চায়নি কোনও সংবাদপত্র। তাদের দাবি ছিল, “ভারতে দু’জন সমলিঙ্গের মানুষের বিবাহ নিষিদ্ধ।” তবে গে মানবাধিকার সংগঠনের কর্মী হরিশ নায়ারের বক্তব্য ছিল, “আমরাই সঙ্গির সঙ্গে থাকব না কেন? তবে কী এলজিবিটি মানুষদের মেরে ফেলা উচিত?” এর পরেই বিষটি সোশ্যাল নেটয়ার্কিং সাইটে সাড়া ফেলে। হিন্দুস্থান টাইমস পত্রিকায় ছাপা হয় বিজ্ঞাপনটি। ফল ৭০টি পাত্রের প্রস্তাব।



মন্তব্য চালু নেই