সৃষ্টিকর্তাকে খুশি করতে যৌনকর্মীদের নাচ

গঙ্গার তীরে পবিত্র শহর কাশী বিভিন্ন ঐতিহাসিক কারণে বিখ্যাত। এর মধ্যে একটি অদ্ভূত কাণ্ড হলো মণিকর্ণিকাঘাটে মৃত দেহের ছাই নিয়ে হোলি খেলা। গত পাঁচ শতক ধরে চলে আসছে এ নিয়ম। সৃষ্টিকর্তাকে খুশি করতে চৈত্র মাসের নবরাত্রির এ সপ্তম রাতেই মৃতদেহকে ঘিরে নাচেন যৌনকর্মীরা। তাও আবার হিন্দ গানের তালে তালে।

দশকের দশক ধরে চলে আসা এ অনুষ্ঠান ক্রমেই স্থানীয়দের কাছে হয়ে উঠছে আকর্ষণীয়। যা ছুটে আছে অনেক বিদেশিও। আয়োজকরা মনে করে কাশীতে মৃত্যু মানে দুঃখ নয়, মৃত্যু মানে উৎসব। আর যে জন্যই সৃষ্টিকর্তাকে খুশি করতেই এ অভিনব উদ্যোগ।

জানা গেছে, এ রাতে সৃষ্টিকর্তাকে প্রসন্ন করতে প্রথমে মহাশ্মশান নাথ মন্দিরের সামনে প্রার্থনা করা হয়। পরে জ্বলন্ত মৃতদেহকে ঘিরে শুরু হয় বলিউডের গানের সঙ্গে যৌনকর্মীদের নাচ। নাচটি প্রথমে মন্দিরের ভেতরে শুরু হয়, পরে বাইরে এসে নাচেন তারা। রাত ৮টা থেকে শুরু হওয়া এ নাচ চলে মধ্যরাত পর্যন্ত। তারপর শয়ন আরতি করে ঘুম পাড়িয়ে রাখা হয় সৃষ্টিকর্তাকে।



মন্তব্য চালু নেই