সুয়ারেজে ভরসা মেসির

মালাগার বিপক্ষে হারে বিচলিত নন মেসি। কারণ এখনও যে পূর্ণ দল নিয়ে মাঠে নামেনি বার্সা! হ্যাঁ, সেটাই ঠিক। এবারের মৌসুমে বার্সেলোনার সবচেয়ে আলোচিত ট্রান্সফার সুয়ারেজ মাঠে নামেননি এখনও। সুয়ারেজ দলে আসলে দল যে আরও অনেক শক্তিশালী হবে সেটাই জানালেন লিওনেল মেসি।

বুধবার মালাগার বিপক্ষে চলতি মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। এদিন মালাগার হোম ভেন্যু লা রোসেলেদায় আতিথ্য নিতে গিয়ে গোলশূন্য থেকেছে লিওনেল মেসি-নেইমাররা। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই ম্যাচের পর এমনটাই জানালেন মেসি।

বার্সা ‘বি’ দলের হয়ে দুই গোল করেছেন সুয়ারেজ। ছন্দ যে এতটুকুও হারাননি এই উরুগুয়ান স্ট্রাইকার সেটাই তার প্রমাণ। তাই তার উপর ভরসা রাখতেই পারেন মেসি। তবে ২৫ অক্টোবরের আগে বার্সার জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না তিনি।

এ বিষয়ে মেসি বলেন, ‘সুয়ারেজ যে লিভারপুল ছেড়ে বার্সায় এসেছে এটা বিশেষ কিছুই। সে দলে আসলে আমরা আরও শক্তিশালী হব। দলে আরও বৈচিত্র আসবে।’

গত তিন মৌসুমে চেলসি, বায়ার্ন ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপেক্ষ হেরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পাড়ি দিতে পানেরি কাতালানরা। তাই মেসি জনানালেন যে এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়াটা তার দলের জন্য বাধ্যতামূলক, ‘আমাদের শিরোপা জয়ের তালিকায় গড়তে হবে এবার।’

‘লক্ষ্য একই। শিরোপা জয় করা। ভাল ফুটবল খেলা। গত বছর আমরা সেরকমটা করতে পারিনি।’ তবে প্রতিশোধ নেবার ইচ্ছা থেকে মেসির এমন তাড়না নয়। স্রেফ দায়িত্ব বোধ থেকেই কথাগুলো বললেন আর্জেন্টাইন খুদে যাদুকর, ‘কোন রকম প্রতিশোধ নয়। শিরোপা জয় করাটা দায়িত্ব হিসেবেই দেখছি। যেটা আমরা নিয়মিত করে আসছিলাম।’



মন্তব্য চালু নেই