‘সুষ্ঠু নির্বাচন উপহার প্রধান চ্যালেঞ্জ’
সদ্য শপথ নেওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘নির্বাচন কমিশনের উপর কোনো সরকার বা রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করার সুযোগ নেই। আমরা কোনো সরকার বা রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হবো না। কারো সাথেই আপোস করবো না। নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়ে আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।’
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নতুন নির্বাচন কমিশন ভবনে সিইসির প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী।
মন্তব্য চালু নেই