সুশাসন এবং গণতন্ত্র এখন গৃহবন্দি : কর্নেল অলি (অব.)

লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (অব.) বলেছেন, আইনের শাসন, সুশাসন এবং গণতন্ত্র এখন গৃহবন্দি। সমগ্র দেশে এক ধরনের আতঙ্ক এবং অস্থিরতা বিরাজ করছে। দেশে গুম, খুন, সামাজিক অবক্ষয় অতীতের যে কোনো সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল অলি এসব কথা বলেন।

অলি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য বিশেষ বিশেষ বাহিনী দিয়ে মানুষের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। ভুল তথ্য প্রচার করে সরকার জাতিকে বিভ্রান্ত করছে। বিরোধী দলকে দমনের নামে তারা নির্বিচারে মানুষ হত্যা করছে।’

সরকার মানুষের পাশে না দাঁড়িয়ে ব্যাংক লুটকারীদের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার নিজ দলের লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকারি কোষাগার থেকে ব্যাংকের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে বাজেটে ব্যবস্থা রেখেছে। যা সরকারি কোষাগারকে ধ্বংসের নামান্তর।’

কর্নেল অলি বলেন, ‘বর্তমান সরকার রাজনীতি এবং রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তারা রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। কিন্তু একথা তারা ভুলে গেছে যে রাজনীতি রাজনীতির মতোই চলে। অতীতে কেউ রাজনীতিকে নিয়ন্ত্রন করতে পারেনি, তারাও পারবে না।’



মন্তব্য চালু নেই