সুযোগ বাড়ছে ব্যাংক মালিকদের

বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা সংক্রান্ত আইনের নতুন খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন- ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

সংসদে এই আইন পাশ হলে বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের টানা তিন মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ থাকবে। এছাড়া একটি ব্যাংকের একই পরিবারের চারজন একসঙ্গে পরিচালক থাকার সুযোগ পাবেন।

মন্ত্রিপরিষদ সভা শেষে সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের পরিচালকরা তিন বছর করে দুই মেয়াদে টানা ছয় বছর পরিচালক থাকতে পারেন। দুই মেয়াদ শেষে তিন বছর বিরতি দিয়ে আবারও তিন বছরের জন্য পরিচালক হতে পারেন।

এছাড়া বর্তমানে এক ব্যাংকে একই পরিবার থেকে দুই জনের বেশি পরিচালক করার সুযোগ নেই।

১৯৯১ সালে ব্যাংক কোম্পানি আইন পাস হওয়ার পর থেকে বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালকদের মেয়াদ সম্পর্কিত ধারাটি পাঁচবার সংশোধন করা হয়েছে। সর্বশেষ ২০১৩ সালে ধারাটি সংশোধন করা হয়।



মন্তব্য চালু নেই