সুপ্রিম কোর্ট বারের নির্বাচন ২৩ ও ২৪ মার্চ

আগামী ২৩ ও ২৪ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। দু’দিনব্যাপী এই নির্বাচনে ভোট গ্রহণ চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি কার্যনির্বাহী পদে আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৫ হাজারের অধিক।

নির্বাচন পরিচালনার জন্য সিনিয়র আইনজীবী মো. হারুনর রশীদকে আহবায়ক করে গঠন করা হয়েছে সাত সদস্যের উপ-কমিটি। কমিটির ঘোষিত তফসিল অনুযায়ী ২০১৬-২০১৭ মেয়াদে নির্বাচনে ১০ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র নেয়া যাবে। ১০ মার্চ বিকাল সাড়ে ৫টার পর যাচাই-বাছাই শেষে ১৩ মার্চ ৫টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

প্রতিবছরের মত এবারও আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ইতোমধ্যে দুটি প্যানেলই তাদের প্রার্থিতা চূড়ান্ত করে ফেলেছে।



মন্তব্য চালু নেই