সুপ্রিমকোর্টে উদ্ধার বস্তুগুলো টাইমবোমা!
সুপ্রিমকোর্টের হাইকোর্ট অ্যানেক্স ভবনের ৯ ও ১৭ নম্বর আদালতের এজলাস কক্ষের ভেতরে বইয়ের স্তুপের মধ্যে পাওয়া ৩টি বস্তুই টাইমবোমা।
ঢাকা মহানগর পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রহমতউল্লাহ চৌধুরী বস্তু তিনটি উদ্ধার করে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এগুলো টাইমবোমা হলেও তেমন শক্তিশালী নয়। এর কোনোটি বিস্ফোরিত হলে আশপাশের ৪/৫ জন আহত হতে পারতেন। তবে পূর্ণাঙ্গ তথ্য পেতে আরও অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।
রোববার অ্যানেক্স ভবনের ৯ ও ১৭ নম্বর আদালতের এজলাস কক্ষের ভিতরে ৩টি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়।
অ্যানেক্স ভবনের ১৭ নম্বর আদালতে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি নূরুল হুদা জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ বিচার কাজ পরিচালনা করেন।
অন্যদিকে, অ্যানেক্স ভবনের ৯ নম্বর আদালতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গনি বিচারকাজ পরিচালনা করেন।
একই দিনে তিনটি বোমাসদৃশ বস্তু দেখা যাওয়ায় হাইকোর্ট জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মন্তব্য চালু নেই