সুন্দরবন রক্ষায় তিনদিনের কর্মসূচি ঘোষণা
পূর্বঘোষিত আধাবেলা হরতালে পুলিশের হামলার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ, ২৫ ফেব্রুয়ারি সারাদেশে রাজপথে অবস্থান কর্মসূচি এবং ১১ মার্চ খুলনা মহানগরীতে উপকুলের মানুষদের নিয়ে মহাসমাবেশ করা হবে।
কর্মসূচি ঘোষণার আগে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে আনু মুহাম্মদ বলেন, ‘সরকার বলছে আমরা বাঘ রক্ষার জন্য আন্দোলন করছি। পরিবেশ যদি বাঘ, পাখি, গাছ নিরাপদ না হয়। তাহলে মানুষের জন্য কীভাবে নিরাপদ হবে?’
এর আগে সকাল ৬টা থেকে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি কমিটির ডাকা এ হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল হয়। শাহবাগে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে।
মন্তব্য চালু নেই