সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িতে ইয়াবার চালান!

জয়পুরহাটে পার্সেলে ইয়াবা পাচারের সময় সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানসহ এক ম্যানেজারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জয়পুরহাটের হিস্মি থেকে সিরাজগঞ্জগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- উ ১৪-১০৪৬) তল্লাশি করে ফেব্রিক পার্সেলের ভেতর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ১৯ কার্টুন ভারতীয় মোটর যন্ত্রাংশসহ কাভার্ড ভ্যানটি আটক করে।

এ তথ্য জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকতা মুহসীন রেজা। তিনি জানান, জয়পুরহাটের বিজিবি অধিনায়কের নেতৃত্বে অপস অফিসার মেজর এম আশরাফ আলী অভিযানটি পরিচালনা করেন।

পরে পুলিশের উপস্থিতিতে আটককৃত মালামালের ৪২ লাখ ৬৫ হাজার টাকার জব্দ তালিকা তৈরি করা হয়। একইসঙ্গে ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জয়পুরহাটের সহকারী ম্যানেজার মো. রুহুল শেখকেও আটক করে থানায় সোপর্দ করে বিজিবি।



মন্তব্য চালু নেই