সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

পূর্বসুন্দরবনের বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের মরাপশুর নদীর সীমানা খালে র‌্যাবের সঙ্গে দারোগা বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দারোগা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছবীর (৩৩) ও অজ্ঞাত পরিচয় (২৭)।

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, কুখ্যাত বনডাকাত দারোগা বাহিনী সুন্দরবনের পশুর নদীর সীমানা খালে অবস্থান করছে এ রকম সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় যায়। রাতে র‌্যাবের পক্ষ থেকে মাইকে দারোগা বাহিনীকে আত্মসমর্পণ করতে বলা হয়। ডাকাতদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে শুক্রবার ভোরে বনের মধ্যে ঢোকে র‌্যাব সদস্যরা। এ সময় বনডাকাতরা র‌্যাবের ওপর গুলি বর্ষণ করতে থকে। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়।

পরে এক পর্যায়ে বনডাকাতরা পিছু হটে বনের মধ্যে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইজন ডাকাতের লাশ ও দেশি-বিদেশি ১২টি আগ্নেয় অস্ত্র ও ১৭৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। লাশ, অস্ত্র ও গুলি মংলা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই