সুন্দরগঞ্জে ব্রীজ নির্মাণের দাবীতে পানিতে নেমে মানববন্ধন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ল্যাংগা খালের উপরে ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছেন এলকাবাসী।

এলক্ষ্যে সংশ্লিষ্ট স্থলে শনিবার সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের দক্ষিণ বেকাটারী মৌজায় মানববন্ধন পালন করা হয়। উক্ত স্থানে ব্রীজ নির্মাণের প্রয়োজনীয়তা ব্যক্ত করে বক্তব্য রাখেন- ইউপি সদস্য আবু বকর ছিদ্দিক, আশরাফ আলী, আব্দুর রশীদ, আফছার আলী, ফুল মিয়া, হাছেন আলী, আফজাল হোসেন, মিলন মিয়া, লাল মোহন, নাজির হোসেন প্রমূখ।

খালের পানিতে নেমে এবং এর দু’পাশে দ্বাড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার শ’ শ’ ব্রীজটি নির্মাণের দাবী জানান।

এটি নির্মিত হলে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের কাশদহ গ্রামের কদমেরতল থেকে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশন, হাট-বাজার, স্কুল-কলেজ, বেকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়সহ সুন্দরগঞ্জ ও সাদুল্যাপুর উপজেলার সড়কপথে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। একই সঙ্গে রক্ষা পাবে গ্রামীণ জনগুরুত্বপূর্ণ এই ঐতীহ্যবাহী সড়কটি।



মন্তব্য চালু নেই