পাবনার কিছু খবর
সুজানগরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
পাবনার সুজানগরে গতকাল মিরাজ (২৫) নামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ যূবকের মৃত্যু হয়েছে।
সে উপজেলার উদয়নগর গ্রামের রমযান আলীর ছেলে।
ঘটনার সময় মিরাজ নিজ বাড়িতে পানি উত্তোল মটরে বিদ্যুৎ সংযোগ নেয়ার সময় তার গায়ে তার জড়িয়ে গেলে ঘনাস্থলেই তার মৃত্যু হয়।
পাবনায় ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ৪
পাবনায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে গতকাল সকালে ১ জন নিহত ও ৪ জন আহত হন।
পাবনা সদর থানার এস আই মনির জানান, ঘটনার সময় কোদালি বটতলায় সুজানগর গামী অটো রিক্সার সাথে বিপরিত গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুরভি খাতুন নামে ১ যাত্রী নিহত হন।
তিনি সদলর উপজেলার হেমায়েত পুরের শাহজাহানের স্থী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়ার পর ১ জনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।
অক্সিজেন সংকটে পাবনা জেনারেল হাসপাতাল ।। দুভোগে রোগী
টানা অবোরধের কারনে অক্সিজেন সিলিন্ডার সংকটে পড়েছে পাবনা জেনারেল হাসপাতাল।
হাসপাতালের ফার্মাসিষ্ট বিভাগের প্রধান আঃ মজিদ জানান, শীতকালে নিউমনিয়া ও শ্বাষকষ্ট জনিত রোগির সংখ্যা বেড়ে যায়। এ জন্য সপ্তাহে ৫০ টি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়। অবরোধের কারনে অক্সিজেনের মত দ্রাহ্য পদার্থ হাসপাতালে আনতে সমস্যা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, হাসপাতালে আজ ৮টি সিলিন্ডার ছিল।২টি রেখে বাকি গুলো ওয়াডে দেয়া হয়েছে। রাতের মধ্যে অক্সিজেন না আসলে বড় ধরনের সম্যসা হবে।
দেখা গেছে, লাইনে দাড় করিয়ে কিছুক্ষন এক রোগীকে অক্সিজেন দিয়ে পরে অন্যরোগীকে দেয়া হচ্ছে।
হাসপাতাল ভান্ডার রক্ষক আমজাদ জানান, এম্ব্যোলেন্সে খালি সিলিন্ডার রাজশাহী পাঠানো হয়েছে। আশা করছি রাতের মধ্যে তা চলে আসবে।
মন্তব্য চালু নেই