সুইডেনের রাষ্ট্রদূত জানতে চাইলেন ভোটগ্রহণ বন্ধ কিনা

ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফেয়ারসেল প্রিসাইডিং অফিসারের কাছে জানতে চাইলেন ভোট বন্ধ কিনা?

মঙ্গলবার সকালে সাধু জোসেফ কারিগরি বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে এসে প্রিসাইডিং অফিসারের সঙ্গে আলাপ করে এ প্রশ্ন করেন তিনি। জবাবে প্রিসাইডিং অফিসার জানান, গোলমালের কারণে আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

এ সময় রাষ্ট্রদূতের কাছে ভোটের পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটি নিয়ে পাঁচ নম্বর কেন্দ্র পরিদর্শন করছি। আমাদের পর্যবেক্ষণ পরে জানাব।’

ভোটের পরিস্থিতি সন্তোষজনক কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত কোনো মন্তব্য করতে রাজি হননি।



মন্তব্য চালু নেই