নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৭

রাজধানীর কমলাপুর, মানিকনগর ও কবি নজরুল ইসলাম কলেজ ভোটকেন্দ্রে মঙ্গলবার সংঘর্ষে গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন।

সবুজবাগ বাসাবো কমলাপুর হাই স্কুল নির্বাচন কেন্দ্রের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন- মুকুল হোসেন (৩৭), মো. সুমন (২৮), শফিকুল ইসলাম (২৪), সাইফুল ইসলাম বাবু (৩৮) ও সাড়ে ৩ বছরের শিশু আরাফ হোসেন।

আহত মুকুল হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে আজাদ মোহাম্মদ সাদেকুল ইসলাম লোকজন নিয়ে ভোটকেন্দ্রে গেলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (রেডিও মার্কা) আশরাফুজ্জামান ফরিদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি করা হয়।

শিশু আরাফ হোসেনের বাবা সোরহাব আলী জানান, তারা রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি ইট আরাফ হোসেনের মাথায় পড়লে সে আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে মানিকনগর মডেল হাই স্কুলে পুলিশের শটগানের গুলিতে কালু চন্দ্র শিল (৩৫) নামে এক প্রতিবন্ধী আহত হয়েছেন।

সুরজ হোসেন জানান, কালু মানিকনগর ভাসানীর বাড়িতে কাজ করেন। সকাল সাড়ে ১০টায় বাজার করতে যাওয়ার সময় পুলিশের শটগানের গুলি তার পেটে এবং দুই পায়ে বিদ্ধ হয়। পরে আহতাবস্থায় তিনি কালুকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে কবি নজরুল কলেজে সংঘর্ষের ঘটনায় নিউ এইজ পত্রিকার ফটোগ্রাফার ইন্দ্রজিৎ কুমার ঘোষ (৩৫) মাথায় ইটের আঘাতে আহত হন।

পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।



মন্তব্য চালু নেই