সিসি ক্যামেরার আওতায় মাগুরা শহর
সিসি ক্যামেরার আওতায় আসছে মাগুরা শহর। চলছে ক্যামেরা স্থাপনের কাজ। শহরের নিরাপত্তা বৃদ্ধিতে বিভিন্ন মার্কেটে সিসি ক্যামেরা স্থাপনসহ সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য আইন-শৃংখলা সংশ্লিষ্ট বিষয় তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন মাগুরার পুলিশ সুপার জনাব একেএম এহসানউল্লাহ।
মাগুরা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল এ উপলক্ষে মাগুরা জেলা সদরের স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ অফিসার ও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয় বিভিন্ন মার্কেটে সিসি ক্যামেরা স্থাপনসহ সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য আইন-শৃংখলা সংশ্লিষ্ট বিষয় তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
পুলিশ সুপার মহোদয়ের আহবানে ইতিমধ্যেই মাগুরা সদরের স্বর্ণ মার্কেট এলাকায় ১৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মন্তব্য চালু নেই