সিলেটে পাহাড়িকা লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সিলেটে আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা পরিবহনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।



মন্তব্য চালু নেই