সিলেটে ট্রাকচাপায় ৩ অটোযাত্রী নিহত
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ট্রাকচাপায় তিন অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কে উপজেলার আলীনগরে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হাতহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন চক্রবর্তী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই