সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২
ভালুকায় একটি সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে কুব্বাত হোসেন (৪৫) নামে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুই জন আহত হয়েছেন।
বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার পূর্বাশা সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত কুব্বাত হোসেন সে পূর্বাশা সিএনজি স্টেশনের কর্মচারী ছিলেন। তার বাড়ি মাগুড়া জেলায়।
বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়েছেন কাভার্ডভ্যান চালক সুরুজ মিয়া (৩২) ও হেলপার আজাহারুল ইসলাম (২০)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বাশা সিএনজি স্টেশন থেকে সুপ্তি গার্মেন্টেসের একটি কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার ওঠানোর সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই স্টেশনের কর্মচারী (নজেলম্যান) কুব্বাত হোসেন নিহত হন এবং কাভার্ডভ্যান চালক ও হেলপার দগ্ধ হন।
সুপ্তি সুয়েটার মিলস লিমিটেডের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, সিএনজি স্টেশনে গ্যাস নেয়ার সময় কাভার্ডভ্যানে রাখা এলপি গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই এক জন নিহত ও দুই জন দগ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই