সিরাজগঞ্জে ৪ নারী জেএমবি সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে আটক জেএমবি’ ৪ নারী সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার বেলা ১২টায় সিরাজগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীদের উপস্থিতিতে রিমান্ডের শুনানী অনুষ্ঠিত হয়।

শুনানী শেষে আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদ আলম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য গত রোববার ভোররাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহল্লার হুকুম আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই, ৬টি ককটেল ও গ্রেনেড তৈরীর সরঞ্জামাদিসহ জেএমরি ৪ নারী সদস্যকে আটক করে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।

বুধবার রিমান্ডের শুনানী শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আটককৃতরা হলেন, সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমান ওরফে মাহবুবের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মো. খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (১৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের মনিরুল ইসলাম সরদার ওরফে মামুনের স্ত্রী রুনা বেগম (১৯) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের রফিকুল সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)।



মন্তব্য চালু নেই