সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১
সিরাজগঞ্জে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় মসজিদের এক মোয়াজ্জিন নিহত হয়েছেন। নিহত মোয়াজ্জিন তছির প্রামানিক (৭০) সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুকুরপাড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে হরিণচড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৭৮৬৪) হরিণচড়া বাজারে কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকের ধাক্কায় পথচারী মোয়াজ্জিন ঘটনাস্থলেই নিহত হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই