সিনিয়র নেতার দেখা পেলেন খালেদা

টানা নয় রাত, আট দিন পরে দলের শীর্ষ স্থানীয় কোনো নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সঙ্গে দেখা করতে এলেন। এর আগে বিশিষ্টজনেরা এবং কয়েকজন মহিলা নেত্রী দেখা করতে এলেও দেখা যায়নি সিনিয়র কোনো নেতাকে।

রোববার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে ‘অবরুদ্ধ’ বিএনপি প্রধানের সঙ্গে দেখা করতে আসেন দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

গুলশানের ৮৬ নং সড়কের ৬ নম্বরের ওই বাসায় খালেদা জিয়াকে গত ৩ জানুয়ারি থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরে রেখেছে। রাস্তার ওপর আড়াআড়িভাবে রেখে দেওয়া হয়েছে পুলিশের বড় লরি ও জল কামানের গাড়ি। রোববার এই বেষ্টনী আরো জোরদার করা হয়েছে। আবারো সাতটি ট্রাক দিয়ে কার্যালয়ের দু’পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। গুলশানের অনেক রোডে মোটরসাইকেল, গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না।

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঠিক দু’দিন আগে নিজের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ বেষ্টনীতে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।



মন্তব্য চালু নেই