সিদ্দিক অপহরণ রহস্য শিগগিরই উদ্ঘাটন হবে : আইজিপি

বেলার নির্বাহী পরিচালক রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণ রহস্য শিগগিরই উদ্ঘাটিত হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার নব নির্মিত ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান এ কথা বলেন।

হাসান মাহমুদ খন্দকার বলেন, চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী, রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকসহ যে সব চাঞ্চল্যকর অপহরণের ঘটনা ঘটেছে, সেসব ঘটনায় পুলিশ দ্রুততার সঙ্গে অপহৃতদের উদ্ধার করতে  সক্ষম হয়েছে। অপহরণকারীদেরও গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই চাঞ্চল্যকর অপহরণ ঘটনার অপহরণকারীরাও গ্রেফতার হবে।

আইজিপি হাসান মাহমুদ খন্দকার আরো বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর জামায়াত-শিবির সহিংসতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীতের মত কার্যকর ভূমিকা পালন করবে। সাঈদীর রায়ের পর নাশকতা, সহিংসতাসহ সব ধরনের আশঙ্কা মাথায় রেখেই আমরা কাজ করছি। অতীতেও এ ধরনের কর্মকা- মোকাবেলায় আমরা সফল হয়েছিলাম।

তিনি বলেন, শুধু সাঈদীর রায়ের পর নয়, যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় পুলিশের যা করণীয় তা করা হবে। এক্ষেত্রে পুলিশ অতীতের মত কার্যকর ভূমিকা গ্রহণ করব।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএ মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, সাবেক সহকারী পুলিশ সুপার নেছার আহমেদ, চসিকের কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, নারীনেত্রী আবিদা সুলতানা প্রমুখ।



মন্তব্য চালু নেই