‘সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণ চায় না সরকার’

৫ জানুয়ারির নির্বাচনের মতো সিটি করপোরেশন নির্বাচনেও সরকার বিএনপির অংশগ্রহণ চায় না বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গাজী বলেন, ‘সরকার চায় ৫ জানুয়ারি নির্বাচনের মতো সিটি নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ না করুক। তারা মামলার ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে সিটি করপোরেশন নির্বাচন থেকে দূরে রাখতে চায়।’

তিনি বলেন, ‘আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন হোক। কিন্তু সরকার বিএনপিকে কোনো নির্বাচনী কার্যক্রম করতে দিচ্ছে না।’

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আন্দোলন করছি মানুষের গণতন্ত্রের জন্য। দেশে এখন গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। দেশের মানুষের ভোটের অধিকার নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই। মানুষকে গুম, খুন, হত্যা করা এ সরকারের স্বাভাবিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গাজী বলেন, ‘৫ জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা দেশে যে সংকটের সৃষ্টি করেছেন, সেটা তাকেই দূর করতে হবে।’

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘এ সরকারের ফ্যাসিবাদী আচরণ মিডিয়ার ওপর জেঁকে বসেছে, মানুষের ওপর জেঁকে বসেছে। আমরা পেশাজীবীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করছি।’

সভাপতির বক্তব্যে ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন সালাহ উদ্দিনকে নাকি ময়লার বস্তায় করে ফেলে দেওয়া হয়েছে। এই যদি হয় একটি দেশের সরকার প্রধানের বক্তব্য সেখানে আর আমাদের কি বলার থাকে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বার এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বিজিএফের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।



মন্তব্য চালু নেই