সিটি করপোরেশনে নিয়োগ-বরাদ্দ বন্ধের দাবি বিএনপির

নির্বাচনের আগে সিটি করপোরেশনে সব ধরনের নিয়োগ-বরাদ্দ ও প্রকল্প বন্ধের দাবি জানিয়েছে বিএনপি।

রোববার এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, ‘তফসিল ঘোষণার পর কোনো উন্নয়নকাজ বা নিয়োগ দেওয়া যায় না। কিন্তু ঢাকায় তা মানা হচ্ছে না। ইতিমধ্যে ১০৯ জনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।’ তিনি এই প্রক্রিয়া বন্ধের দাবি জানান।

তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী এলাকায় এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ। নির্বাচন কমিশন যদি এ অনিয়ম বন্ধ না করে তাহলে ভবিষ্যতে তাদের এবং দলবাজ প্রশাসকদের বিচার করা হবে।’ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

২৮ এপ্রিলের নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীর ব্যাপক ভরাডুবি হবে আঁচ করতে পেরেই ক্ষমতাসীনরা এই প্রক্রিয়া হাতে নিয়েছে বলে দাবি করে রিপন। নতুন যে নির্বাচিত প্রতিনিধিরা আসবেন তাদের পথ কণ্টকাকীর্ণ করতে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রিপন আরো অভিযোগ করেন দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের কয়েকজন সমর্থককে মারধর করা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রচারকাজে বাধা দেওয়া হচ্ছে।



মন্তব্য চালু নেই