সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান রওশনের

সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সিঙ্গাপুর সরকারকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘দেশে বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এখনই বিনিয়োগের উপযুক্ত সময়।’
বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতা বাসভবনে সফররত সিঙ্গাপুরের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিমন্ত্রী জুলকিফ্লি মাসাগোস মোহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহ, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার চ্যাং হেং উইং, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ প্রমুখ।
বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গাপুরকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন বিরোধীদলীয় নেতা।
সফররত সিঙ্গাপুরের সিনিয়র স্বরাষ্ট্র ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার বাংলাদেশে বিদ্যুৎ, নৌ পরিবহন, বন্দরে বিনিয়োগে আগ্রহী। সিঙ্গাপুর সরকার বাংলাদেশে বিশেষ শিল্পাঞ্চল গঠনের আগ্রহ প্রকাশ করেছেন।’
সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশে দক্ষ শ্রমিকদের ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রায় দেড় লাখ দক্ষ শ্রমিক সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
এ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা সিঙ্গাপুরে আরও দক্ষ শ্রমিক নেয়ার জন্য প্রতিমন্ত্রীকে আহ্বান জানান এবং প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে এ বিষয়ে আশ্বাস প্রদান করেন। বিরোধীদলীয় নেতা শিল্পাঞ্চল গঠনে সব সহযোগিতার আশ্বাস দেন।



মন্তব্য চালু নেই