সিগারেটের আগুনে দগ্ধ হয়ে মৃত্যু
রাজধানীর নাখালপাড়ার একটি বাসায় সিগারেট থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে মো. নাসির উদ্দিন আল মাহমুদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নাসির উদ্দিন পশ্চিম নাখালপাড়ার ৫৭৭ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, আট বছর আগে স্ত্রীর সঙ্গে নাসির উদ্দিনের বিবাহবিচ্ছেদ হয়। তিনি ওই বাসায় একাই থাকতেন। নাসির নিয়মিত ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন। গত রাতে জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে বিছানাতে আগুন লেগে তিনি দগ্ধ হন। পোড়া গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। তারাই আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
মন্তব্য চালু নেই