সিএনজি অটোরিকশার নতুন ভাড়া কার্যকর

আজ রবিবার থেকে রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার নতুন ভাড়া কার্যকর হচ্ছে। চট্টগ্রামে নতুন ভাড়া কার্যকর হবে ১ জানুয়ারি থেকে।

নতুন ভাড়া হিসাবে আজ থেকে যাত্রীদের প্রথম দুই কিলোমিটারের জন্য ৪০ টাকা, এরপর প্রতি কিলোমিটারের জন্য ১২ টাকা এবং বিরতির জন্য প্রতি মিনিটে দিতে হবে দুই টাকা।

নতুন ভাড়া কার্যকর করার সঙ্গে সঙ্গে মিটার অনুযায়ী ভাড়া নেয়া বাধ্যতামূলক করেছে সরকার। মিটারের পরিবর্তে অতিরিক্ত ভাড়া আদায় করলে কিংবা যাত্রীর চাহিদা অনুযায়ী যেকোনো স্থানে যেতে না চাইলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গত ১ আগস্ট গ্যাসের (সিএনজি) দাম বাড়ায় সরকার। এরপর পরিবহন মালিকদের দাবির মুখে গত ১০ সেপ্টেম্বর সিএনজিচালিত বাস ও অটোরিকশার ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

ইতিমধ্যে ১ অক্টোবর থেকে বাসের নতুন ভাড়া কার্যকর হয়েছে। আজ রবিবার কার্যকর হচ্ছে সিএনজিচালিত অটোরিকশায় নতুন ভাড়া।



মন্তব্য চালু নেই