না.গঞ্জের সাত খুনের তদন্ত

সিআইডিকে বাদ দেয়ার আবেদন খারিজ

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের মামলার তদন্ত কার্যক্রম থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বাদ দেয়ার জন্য রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আবেদন খারিজ করেন।

বুধবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ আদালতে নারায়ণগঞ্জের ঘটনার তদন্তের কাজ থেকে সিআইডিকে সরানোর জন্য আবেদন করেছিলেন।

পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ‘সিআইডি সর্ম্পকে আমার আবেদনটি ছিল যে, সিআইডি যদি এ ঘটনার তদন্ত করে তাহলে তদন্ত কাজ ক্ষতিগ্রস্ত হবে।’

আজ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে খুনের ঘটনার তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেছেন।

এর আগে নারায়ণগঞ্জের ভিক্টিম পক্ষের আইনজীবী শামিম সর্দার বিভিন্ন পত্রিকায় ঘটনা উপস্থাপন করেছিলেন, সেই আইনজীবী আজকে আদালতকে বলেছেন, ‘মাই লর্ড এ ঘটনায় অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়া প্রয়োজন। কিন্তু আদালত তার আবেদনটি নামঞ্জুর করেন।

উল্লেখ্য, এ প্রতিবেদনটি গত ৮ জুলাই আইনমন্ত্রণালয়ের উপ সচিব মিজানুর রহমান খান অ্যাটর্নির কার্যালয়ে জমা দিয়েছিলেন। বুধবার এ প্রতিবেদনটি আদালতে উপস্থাপনের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য ছিল।



মন্তব্য চালু নেই