সাড়ে তিনমাস পর খালেদার কার্যালয়ের ল্যান্ডফোন সচল

দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পরে চালু হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ল্যান্ডফোন।

বৃহস্পতিবার রাতে কার্যালয়ের ল্যান্ডফোন চালু হয়েছে বলে কার‌্যালয় সূত্রে জানা গেছে।

গত ৩০ জানুয়ারি খালেদা জিয়ার কার্যালয়ের ল্যান্ডফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। একইসঙ্গে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। পরে ১৯ ঘণ্টা পরে বিদ্যুৎ সংযোগ চালু করা হলেও এতদিন ফোনটি অচল ছিল। পরে ইন্টারনেট সংযোগটি দেয়া হয়।

বৃহস্পতিবার ফোন সংযোগটি পুনরায় চালু করা হয়।



মন্তব্য চালু নেই