সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল মাহদীর জন্মদিন আজ

বিংশ শতকের সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক মোস্তফা কামাল মাহদীর জন্মদিন আজ ২ মে| পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বুখইতলা বান্ধব পাড়া গ্রামে এই দিনে তিনি জন্মগ্রহণ করেন| প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিতা আবদুর রব আকন ও সুগৃহিণী শাহিনা বেগমের চার পূত্র সন্তানের মধ্যে কামাল মাহদী দ্বিতীয়| তিনি বাংলা বিভাগে এম এ,ইসলামিক ষ্টাডিজে এম এ, ইংরেজীতে অনার্স ও মাষ্টার্সসহ আরো বিভিন্ন ডিগ্রী অর্জন করেছেন এবং করে যাচ্ছেন|নব্বই দশকের মাঝামাঝিতে সাহিত্য জগতে প্রবেশ করেন|২০০০ সালের পর থেকে অদ্যবধি তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকায় লেখালেখি ও সাংবাদিকতা করে আসছেন| সম্পাদনাও করেছেন বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিন| ছিলেন বুনন (২০০৪), আর্থিক খবর (২০১০), স্কুল বিচিত্রা (২০০৯) এর নির্বাহী সম্পাদক হিসেবে|

আয়না (২০০৬),শিক্ষা পরিক্রমা (২০১১),সাপ্তাহিক দেশকন্ঠ (২০১১) এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন|২০০৬ সালে “দিন বদলের পালা” নামক একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন|অপ্রকাশিত রয়েছে অর্ধডজনের মতো গ্রন্থসমূহ| বর্তমানে তিনি দেশের বহুল প্রচারিত সাপ্তাহিক দেশগ্রাম এর সম্পাদক ও প্রকাশক,বাংলাদেশ সাংস্কৃতিক ফোরাম (বাসাফো)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন| তাঁর এই জন্মদিনে (২ মে) আরো যারা জন্মগ্রহন করেছেন তারা হলেন: আল্লামা উবায়দুল হক (খতিব), সত্যজিৎ রায় (চিত্রপরিচালক),ব্রায়ান লারা (ক্রিকেটার), উইলিয়াম রক (রেসলার কিং),উইলিয়াম ব্যাকহাম (ফুটবলার),ফয়েজ আহমেদ (কবি),মোস্তফা সরওয়ার ফারুকী (চিত্রপরিচালক),চন্দন কৃষনো পাল (কবি),মোশাররফ হোসেন মানিক (পৌর মেয়র),নাজমূল ইসলাম (লেখিকা সাদিয়া ইসলাম বৃষ্টির পিতা)প্রমুখ|

কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সুজন হাসান এর মাধ্যমে জানা যায় যে বিশিষ্ট এই ব্যক্তির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সাংস্কৃতিক ফোরাম (বাসাফো)’র অন্যতম উপদেষ্টা কবি সৈয়দ নাজমূল আহসান,মহাসচিব নবসত্তার কবি আবিদ আজম,অন্যতম প্রেসিডিয়াম সদস্য কবি আল হাফিজ,খন্দকার মাওলানা ক্বারী শহীদুল হক,মোঃ হানিফ সিকদার,জিএম জাফর আহমেদ,মোঃ জাহাঙ্গীর আলম,অন্যতম ভাইস চেয়ারম্যান সাদেক আহম্মেদ মুরাদ,সোহরাব সরকার,মোঃ কামরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু রায়হান মিকাঈল,দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শাহীন,প্রচার সম্পাদক সাহাব উদ্দীন শিহাব,অর্থ সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ



মন্তব্য চালু নেই