সাহসী পুলিশ অফিসার মাসরুফ হোসেন-এর মুখ থেকে জানুন আপনার প্রতারিত হবার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশের পুলিশ সরকারের অন্য অনেক সংস্থার মত নানা কারনে আলোচিত সমালোচিত। তবে পুলিশকে জনগনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকতে হয় বলে সমালোচনার পাল্লাটা ভারী। বৃটিশ আমল থেকে চলে আসা আমলাতান্ত্রিক সংস্কৃতি যেমন শত বছর ধরে তৈরি হয়েছে সেটা ভেঙ্গে দেয়া এক দুই বছরে সম্ভব না। তবে যে কয়জন মানুষ সেই সংস্কৃতি ভেঙ্গে দিয়ে পুলিশকে মানুষের বন্ধু করার প্রত্যয় নিয়েছেন তাদের একজন হলেন সহকারী পুলিশ সুপার জনাব মাসরুফ হোসেন। তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশ পুলিশ একদিন বিশ্বের সেরা পুলিশ বাহিনী হবে। তিনি তার ফেসবুক পেজে জনসাধারণের জ্ঞাতার্থে বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়ে থাকেন। বৃহস্পতিবার রাতে “আপনার প্রতারিত হবার সম্ভাবনা কতটুকু” এই শিরোনামে একটি স্ট্যাটাস দেন। আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য পুলিশ অফিসার মাসরুফ হোসেন-এর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :

“প্রতিদিন কি বিচিত্র উপায়ে, কত অদ্ভুতভাবে মানুষ প্রতারিত হয় এটা ভাবতে গেলে হতবাক হয়ে যাই আমি| অন্যদের কথা বাদই দিলাম, এই গতবছর আমি নিজে পুলিশে থাকা অবস্থাতেই পুরো পরিবার নিয়ে প্রতারণার শিকার হতে হতে বেঁচে গিয়েছি স্রেফ ভাগ্যের জোরে| ইতালিতে এক বাঙালি ছেলে আমাকে এয়ারপোর্টে রিসিভ করা থেকে শুরু করে হেন যত্ন নেই করেনি| দেশে আসার পর এই ছেলে আমার পরিবারের সদস্যের মত হয়ে গিয়েছিল, আমার মাধ্যমে ডিএমপি হেডকোয়ার্টারে আমার কিছু সহকর্মীর সাথেও পরিচিত হয়েছিল| কিছুদিন পর আমি শুনি এই ছেলে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে একাধিক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে| আমি একজন পেশাদার পুলিশ কর্মকর্তা, আমারই যদি এরকম হতে পারে সেক্ষেত্রে যারা অপরাধের সাথে পরিচিত নন তারা যে ধরা খাবেন, এতে অবাক হবার কিছু নেই| শরৎবাবুর কথা এযুগের জন্যে তাই কিছুটা পাল্টে নিয়েছি-

“মানুষকে বিশ্বাস না করিয়া পাপের ভাগীদার হওয়া ভাল, তবুও বিশ্বাস করিয়া ঠকিতে আমি রাজি নই”

বাংলা ভাষায় এই প্রতারণামূলক অপরাধের উপর খুব বেশি সহজপাঠ্য বই নেই, তাই ঠিক করেছি How Con Games Work বইটি আপনাদের জন্যে ভাবানুবাদ করব| এ্যালেন হেন্ডারসনের এই বইটি চুরি বাটপারি থেকে বাঁচার জন্যে বেশ ভাল একটি পদক্ষেপ হতে পারে, এই বইটাকেই চেষ্টা করব সহজপাচ্য করে তুলে ধরতে|

নীচের প্রশ্নগুলো এক নজর দেখুন:

‪‎পীরিতের জ্বালা‬

১. আপনার কি সম্প্রতি ব্রেক আপ/ডিভোর্স হয়েছে?

উত্তর হ্যাঁ হলে আপনি ঠগবাজ প্রেমিক/প্রেমিকার পাল্লায় পড়বার উপযুক্ত ক্যান্ডিডেট| এরা কেউ আসবে অর্থের লোভে, কেউ আসবে যৌবনের টাটকা মধুর লোভে| এদের ট্রেডমার্ক হচ্ছে আপনার এক্সকে আপনার সামনে অতিমাত্রায় গালি দিয়ে এবং আপনার প্রতি সহানুভূতি দেখিয়ে আপনাকে দুর্বল করবে,তারপর হয় আপনার পকেট অথবা আপনার অন্তর্বাসে হাত গলিয়ে দেবে| এক সপ্তাহ থেকে এক মাসের মাথায় অতিদ্রুত ঝপাং করে প্রেমের সাগরে ঝাঁপ দেবার আগে আমার “টাশকি” মেথড ব্যবহার করুন| টাকা চায় কিনা, প্রেমের শুরুটা সন্দেহজনক নাকি, কিচ্ছা কাহিনীতে রাজা উজির মারছে কিনা(টা,শ,কি) এই বিষয়গুলো অনুসন্ধান না করে হাবুডুবু খেলে শেষে ডাক ছেড়ে কাঁদতে হবে|

‪‎লাভের গুড়‬

২. “দোস্ত, টাকা দেও, ব্যবসা করে প্রতিমাসে তোমারে লাভ দিবো”

টাকা দিয়েছেন মানে নিরানব্বই ভাগ ক্ষেত্রে ধরা খেয়েছেন, ইহজীবনে ফেরত পাবেন না| বাঙালি এখনো এত ভদ্র হয়ে যায়নাই যে শুধু শুধু আপনার পাওনা টাকা মুখের কথায় ফেরত দেবে| অতিমাত্রায় বিশ্বস্ত না হলে এবং আইনজীবী মারফত ডকুমেন্ট না করিয়ে কাউকে টাকা দেবার বদলে ওটা টোকিও প্রবাসী পুলিশ বুক বায়িং ফান্ডে জমা দিতে পারেন, আপনার এ অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে

‪‎চেইন মেইল বা পিরামিডিয় গাধা‬

৩. হঠাৎ বড়লোক হবার সুযোগে বিশ্বাস করেন?

স্যুট টাই পড়া কিছু চোর আপনাকে পিরামিড দেখাচ্ছে? “এই পিরামিডের মাথায় আপনি উঠলে আপনি ঘরে বসে এক মাসে এক কোটি টাকা পাবেন| আপনি এখন আছেন পিরামিডের পঞ্চম ধাপে| আপনার কাজ হবে দশজনকে রিক্রুট করা| শুরুতে আপনি আমাকে একশ টাকা দেবেন , আমি তা থেকে আমাকে যে রিক্রুট করেছে তাকে দুই টাকা দেব| আর আপনার রিক্রুট করা দশজন আপনাকে দুই টাকা করে দেবে, তারা আবার প্রত্যেকে দশজন করে রিক্রুট করবে, সেখান থেকে আপনি টাকা পাবেন,এভাবে চলতেই থাকবে|

মজাটা হল, বাস্তবে দশজনের কাছে ঘুরে একজন রিক্রুট হলে আপনার লাখপতি হতে কোটিখানেক মানুষ এই চেইন ছাগলামিতে যুক্ত হতে হবে যা কখনোই হয়না|

ও হ্যাঁ, “কিভাবে ছাগল রিক্রুট করবেন” এর উপর এই কোম্পানিগুলোর কাছেই পয়সা দিয়ে কোর্স করতে পারবেন|

বাংলাদেশে বছর বিশেক হয়েছে এই জিনিস, কিন্তু সারাবিশ্বে এটা অন্তত: পঞ্চাশ বছরের পুরোন |

বিনা শ্রমে, অল্প সময়ে বড়লোক হবার লোভ ত্যাগ করুন, ছাগল হতে হবেনা|

সর্বরোগের মহৌষধ‬

৪. “মাত্র বিশ টাকায় এইডস সারানোর যুগান্তকারী ওষুধ”

শিরোনাম পড়েই বুঝতে পারছেন কি বলছি| হাড়হীন অঙ্গ লোহার মত শক্ত করতে তিব্বতী বাটখারা তিন দিন বেঁধে ঝুলিয়ে রাখলে ফল পাবার আশায় শেষে শিরা ছিঁড়ে ডাক্তার এবং পরে থানায় আসার ঘটনা খোদ উত্তরাতেই ঘটেছে| ওসির রূমে অট্টহাসির শব্দ শুনে লোক পাঠিয়ে এই কাহিনী জেনে সেদিন আর অফিস করিনি, মানে মানে কেটে পড়েছি|

বটম লাইন: There is a limit to peoples wit but no limit to their stupidity

আইনস্টাইন স্যার বলেছেন এটা, আমি না|

আজ আপাতত এটুকুই

পরের পর্ব ইন্টারনেট ফ্রড নিয়ে| সংগে থাকুন!

আরো পড়ুন :

‘মেয়েদের জন্য : কিভাবে বুঝবেন প্রেমে প্রতারিত হচ্ছেন?’ শুনুন সাহসী পুলিশ অফিসারের মুখে


পুলিশি হয়রানির ক্ষেত্রে কি করবেন?


মোবাইল ফোন হারালে বা চুরি হলে কি করবেন? জেনে নিন এ এস পি মাসরুফ হোসেনের পরামর্শ


ফোনে হুমকি পেলে কি করবেন? শুনুন বাংলাদেশের সাহসী একজন পুলিশ অফিসারের মুখে


ব্ল্যাকমেইলের শিকার হলে কি করবেন?


থানায় জিডিকরন, ফেসবুকে ফেইক প্রোফাইল ও অন্যান্য অপরাধ প্রসঙ্গে



মন্তব্য চালু নেই