সালাহ উদ্দিন এখন ডিপ আন্ডার গ্রাউন্ডে

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ আন্ডার গ্রাউন্ডে ছিলেন এখন আরো ডিপ আন্ডার গ্রাউন্ডে চলে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।
শুক্রবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি আয়োজন করেন জনতার প্রত্যাশা জিল্লুর রহমান স্মৃতি পরিষদ।
আহমেদ হোসেন বলেন, ‘গতরাতে শুনলাম সালাহ উদ্দিন আহমেদকে গাইবান্ধার ফুলছড়িতে দেখা গেছে। কিন্তু পুলিশ অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। সালাহ উদ্দিন নিখোঁজ হওয়ায় আমরাও উদ্বিগ্ন। অথচ তাকে নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে।’
আহমেদ হোসেন বলেন, ‘সালাহ উদ্দিন নিখোঁজ নিয়ে কেউ কেউ সরকারকে দোষারোপ করতে চায়। কিন্তু আমি বলতে চাই- আওয়ামী লীগ কখনো গুম-খুনের রাজনীতি করে না। এদেশে গুম-খুনের রাজনীতির জন্ম দিয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান। ছাত্রলীগ নেতা মাহফুজ বাবুকে গুম করার মধ্য দিয়ে তিনি দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেন।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভীমরতি ধরেছে। তাই ২ মাস যাবৎ একটি ঘরে আবদ্ধ হয়ে আছে। সেখান থেকে আজগুবি সব প্রোগ্রাম দিয়ে যাচ্ছেন তিনি।’
খালেদা জিয়াকে জঙ্গিবাদের পথিকৃত আখ্যায়িত করে আহমেদ হোসেন বলেন, ‘খালেদা জিয়া গত দুই মাসে পেট্রোলবোমা দিয়ে ১৩০ জন নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তাই জঙ্গিবাদের পৃষ্টপোষক খালেদা জিযার সঙ্গে প্রধানমন্ত্রী কখনো সংলাপ করতে পারেন না।’ নির্বাচন আরো চার বছর পর হবে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে দেশে সন্ত্রাসমুক্ত রাজনীতির ধারাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ আমাদের প্রত্যাশা।’
সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলোরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়মী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।



মন্তব্য চালু নেই