সালমান শাহ স্মৃতি পুরস্কার পেলেন নাট্য পরিচালক জি.এম.সৈকত

এফডিসিতে সালমান শাহ স্মৃতি পরিষদ এর উদ্দ্যোগে সালমান শাহ এর ৪৩তম জন্ম বার্ষিকী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাতক্ষীরার কৃতি সন্তান টিভি নাট্য পরিচালক জি.এম.সৈকতকে ‘বৃদ্ধাশ্রম’ নাটকের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার প্রদান করা হয়েছে। এই নাটকের মধ্য দিয়ে তিনি তার নাট্যপরিচালনা জীবনের শততম নাটক পূর্ণ করেন। জি.এম.সৈকত এর হাতে পুরস্কারটি তুলে দেন জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী। পুরস্কার সম্পর্কে জি.এম.সৈকত বলেন-যে কোন পুরস্কার অত্যন্ত সম্মান ও গর্বের । আুমার বৃদ্ধাশ্রম নাটকের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসাবে আমাকে সেই সম্মানে ভ’ষিত করায় আমি অত্যন্ত আনন্দিত ও অভিভ’ত। এর আগেও “মা” নাটকের জন্য তিন তিন বার শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছি। সাতক্ষীরার সন্তান হিসাবে আমার এই অর্জন সাতক্ষীরা বাসীকে উৎসর্গ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।



মন্তব্য চালু নেই