সালমান খানকে দেখার জন্য ভক্তের অনশন

বলিউড সুপারস্টার সালমান খানের ভক্তের সংখ্যা সংখ্যায় প্রকাশ করা কঠিন। তবে সম্প্রতি এ তারকার একজন ভক্তের সন্ধান পাওয়া গেছে যে কিনা তার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। সালমানকে একবার দেখার জন্য অনশনে বসেছেন তার এক ভক্ত।

সালমান এখন ব্যস্ত রয়েছেন তার পরবর্তী প্রেম রতন ধন পায়ো সিনেমার শুটিং নিয়ে। ভারতের গুজরাটের একটি গ্রামে শুটিং করছেন তিনি। সেই গ্রামে সালমানের একজন ভক্ত তাকে এক নজর দেখার আশায় অনশনে বসেছেন বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। কিছুদিন আগে একদল ভক্ত বাইক নিয়ে সালমানের পিছু ধাওয়া করে এবং তার নাম ধরে চিৎকার করে তাকে বিরক্ত করে। এবার তাকে দেখার জন্য অনশন। শুটিং করতে এসে এবার ভক্তদের নিয়ে ভালোই বিপাকে পড়তে হচ্ছে সালমানকে।

index



মন্তব্য চালু নেই