সালমানের বয়স ২৭!

বলিউডের ব্যস্ততম অভিনয় শিল্পীদের মধ্যে একজন সালমান খান। উপস্থাপনা,সিনেমার শুটিং সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে তার।

এর মাঝেও সম্প্রতি একটি অলংকার ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দাবাং বয় সালমান। এ সময় বেশ উৎফুল্ল ছিলেন এ অভিনেতা। কবে প্রথম অলংকার কিনেছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রসিকতা করে এ অভিনেতা বলেন, ‘আমার বয়স এখন ২৭! আমার যতদূর মনে পড়ে আমি আমার প্রথম অলংকার কিনেছিলান দশ বছর আগে। তখন আমার বয়স ছিল ১৭ বছর।’

এ অভিনেতা কি কিনেছিলেন তা মনে নেই বলে জানান। তবে অলংকারটি তিনি তার বোন অর্পিতার জন্য কিনেছিলেন বলে জানিয়েছেন।

মজা করার বিষয়টি নতুন নয় সালমানের। এর আগে নিজেকে ‘ভার্জিন’ বলে বেশ আলোচিত হয়েছিলেন এ অভিনেতা। এবার আবার বললেন বয়স ২৭!



মন্তব্য চালু নেই