সার্চ কমিটি নিরপেক্ষ : আইনমন্ত্রী

রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, যারা সার্চ কমিটির সমালোচনা করেন তাদের দলীয়করণের অভ্যাস রয়েছে, আমাদের নয়।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের জনগণের উন্নয়নে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, আপনারা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খানের সভাপতিত্বে ও নেপাল চন্দ্র সাহার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- প্রাক্তন সচিব মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মোহাম্মদ আরজু, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।



মন্তব্য চালু নেই