সারিয়াকান্দি (বগুড়া) সংবাদ

সারিয়াকান্দিতে যমুনায় অস্বাভাবিক পানি বৃদ্ধি, আতংকে লাখ মানুষ:
বগুড়ার সারিয়াকান্দিতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে যমুনা নদীতে ব্যাপক ভাবে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখার গেজ রিডার শ্রী পরশুরাম চন্দ্র বর্মন জানান, গত ২৪ ঘন্টায় যমুনা নদীতে ৭০সে.মি পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার মাত্র ১০সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঙ্গালী নদীতে ২৪ ঘন্টায় ৬০সে.মি পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২৯সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও অস্বাভাবিক গতীতে পানি বৃদ্ধির কারণে সারিয়াকান্দি উপজেলার ১২ ইউনিয়নের লক্ষাধীক মানুষ আবারও বন্যার আতঙ্কে ভুগছেন। এরই মধ্য ৪৫০ হেক্টর সদ্য রোপন করা গাইঞ্জা ধান, ৫০ হেক্টর জমির মাস কালাই পানিতে নিমজ্জিত হয়েছে। প্রথম দফায় বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ার পর যমুনা পারের কৃষকরা বাঁচার স্বপ্ন নিয়ে নতুন উদ্দ্যোগে ফসল লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু পানি বৃদ্ধিতে সে স্বপ্ন-আশা আজ ভেস্তে যেতে বসেছে। গতকাল সেখানে ছিল সদ্য রোপন করা গাইঞ্জা ধানের সবুজ চারার সমারোহ। আজ প্রবাহিত সেখানে যমুনার অথৈ পানি। পৌর এলাকার বাগবেড় গ্রামের ঈশার আলী জানান, চরাদামে গাইঞ্জা ধানের চারা কিনে ৫৬ শতক জমি রোপন করেছিলাম। সব মিলিয়ে খরচ হয়েছিল ৫হাজার টাকা। মঙ্গলবার সেই জমি যমুনার পানিতে নিমজ্জিত হওয়ায় আমি কি করব ভেবে শেষ করতে পারছি না।

শারদীয় দূর্গা পূজার তুলির শেষ আচর দিতে ব্যস্ত মালাকররা:
সারিয়াকান্দিতে দূর্গা পূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদারে মাঝে সাজ সাজ রব শুরু হয়েছে। মঙ্গলবার মহালয়া দেবী দূর্গার আগমন উপলক্ষে সনাতন ধর্মালম্বীরা সূর্যদয়ের সাথে সাথে প্রতিটা মন্ডপে মন্ডপে ধর্মীয় কীর্ত্তন ও চন্ডি পাঠের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। সনাতন শাস্ত্র মতে আজ দেবীর মর্ত্তলোকে আগমনের জন্য বার্তা পাঠানোর এক সপ্তাহ পর দেবী দূর্গা মর্ত্তলোকে অধিষ্টিত হবে।



মন্তব্য চালু নেই