সারিয়াকান্দিতে ৬ জুয়ারীর জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে জুয়া খেলার (তাস) অভিযোগে ভ্রাম্যমান আদালত ইউপি সদস্যসহ ৬জন জুয়ারীর ৩ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় সারিয়াকান্দি থানা পুলিশ সারিয়াকান্দি পৌর এলাকার বাঙ্গালী নদী ব্রীজের পূর্ব পার্শ্বে থেকে জুয়া খেলার অভিযোগে ৬জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পারতিত পরল গ্রামের মৃত ওমর আলী মন্ডলের পুত্র অহিদুল(৩৫), সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র আব্দুর রশিদ প্রাং(৫০), পূর্ব হিন্দুকান্দি গ্রামের মৃত হযরত সরদারের পুত্র জয়নাল সরদার(৪২), উত্তর হিন্দুকান্দি গ্রামের মৃত জিয়াউলের পুত্র ছামুচুল আলম (৪৫), ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালি গ্রামের মৃত ছামচুল হকের পুত্র তাজ উদ্দীন প্রাং(৩০) ও মৃত ময়েজ উদ্দীনের পুত্র আশরাফ প্রাং(৫৪)। সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (ওসি) ওয়াহেদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিকাল সাড়ে ৫টায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান প্রত্যেকে ৫শ টাকা করে জরিমানা করেন।



মন্তব্য চালু নেই