সারাদেশের পুলিশ কর্মকর্তাদের সতর্কবার্তা
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পরপরই সদর দপ্তর থেকে সারাদেশের পুলিশ সুপার থেকে শুরু করে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে সতর্কবার্তা পাঠানো হয়।
রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যা করে দুর্বৃত্তরা। পরেপর সকাল ৮টার পর পুলিশ সদর দপ্তর থেকে খুদে বার্তা পাঠানো হয়। এতে চট্টগ্রামের ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে আরো সতর্ক ও নজরদারি বাড়াতে বলা হয়।
আবার পুলিশ সদর দপ্তরের বেশ কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা বিভিন্ন জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথাও বলেন। তারা ভয়কে জয় করে শক্ত হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে বলেন।
মন্তব্য চালু নেই