সাভার-আশুলিয়া না.গঞ্জে গার্মেন্টে শ্রমিক বিক্ষোভ (কালের কন্ঠ)

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বকেয়া বেতন ও বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবার সকালে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ছয়টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

কারখানাগুলো হলো সাভারের রাকিব ফ্যাশন লিমিটেড, এসএমএন সোয়েটার লিমিটেড, অ্যাডোর্ন নিট ওয়্যার লিমিটেড, স্লো-হোয়াইট গার্মেন্ট, আশুলিয়া শিল্পাঞ্চলের উইন্ডি গ্রুপ ও স্তম্বুল ফ্যাশন।
এদিকে একই দাবিতে নারায়ণগঞ্জের সেই আলোচিত এ বি সিদ্দিকের মালিকানাধীন গার্মেন্ট হামিদ ফ্যাশনের শ্রমিকরা বিক্ষোভ করেছে। গতকাল বিকেল ৪টার দিকে গার্মেন্টের শ্রমিকরা আধা ঘণ্টাব্যাপী ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে সমস্যা সমাধানের আশ্বাস পেলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।



মন্তব্য চালু নেই