সাভারে পয়েন্টে পয়েন্টে তীব্র যানজট
সাভারে সড়ক-মহাসড়কের প্রতিটি পয়েন্টে দেখা দিয়েছে যানজট। বৃহস্পতিবার দুপুরের পর ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় এই যানজটও আরো তীব্র হচ্ছে।
বর্তমানে সাভার বাজার বাসষ্ট্যান্ড, হেমায়েতপুর, আমিনবাজার, নবীনগর, পল্লী বিদ্যুৎ ও বাইপাইল এলাকায় ছড়িয়ে পড়েছে যানজট।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ডে আটকা পড়েছে হাজার হাজার যানবাহন। সেখানে যানবাহনের দীর্ঘ লাইন ছড়িয়ে পড়েছে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত। হেমায়েতপুর, আমিনবাজার ও নবীনগরের প্রবেশ মুখে অন্তত এক কিলোমিটার করে যানজট দেখা দিয়েছে।
অন্যদিকে নবীনগর-চন্দ্র মহাসড়কের পল্লীবিদ্যুৎ, বাইপাইল, ইপিজেড, শ্রীপুর ও জিরানী বাসষ্ট্যান্ডেও ধীরগতিতে পার হচ্ছে যানবাহন। ফলে এসব পয়েন্টে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।
এ ছাড়া যানবাহনের অতিরিক্ত স্থবির হয়ে পড়েছে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক। পরিস্থিতি মোকাবিলায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বদলে পাশের রাস্তা দিয়ে যানবাহন পার করছে পুলিশ।
এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন জানান, সাভার শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো আজ ছুটি ঘোষণা করায় সড়ক মহাসড়কের যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
এ জন্য পয়েন্টগুলোতে যানজট দেখা দিয়েছে। পয়েন্টগুলোতে যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই