সাভারে পোশাক কারখানা ভাংচুর: পুলিশের গুলি
টিপু সুলতান (রবিন),সাভার প্রতিনিধি: রানাপ্লাজা ট্রাজিডীর দিনেও পোশাক কারখানা ছুটি ঘোষনা না করায় সাভারে কয়েকটি পোশাক কারখানায় ভাংচুর চালায় বিক্ষুদ্ধ ম্রমিকরা।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ।
রবিবার দুপুরে রানাপ্লাজার সামনে থেকে শ্রমিকদের একটি মিছিল ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে উলাইল বাসষ্টেন্ডে যাবার সময় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করতে থাকে। এসময় মহসড়কের পাশে থাকা কয়েকটি কারখানায় ছুটি ঘোষনা না করায় বিক্ষুব্ধ শ্রমিকরা পাকিজা গ্রুপ,হান এ্যাপারেল্স,ও জাহান নিট কম্পোজিট লিঃ কারখানা গুলোতে ইট,পাটকেল নিক্ষেপ করে।
পরে শ্রমিকরা আল-মুসলিম নামে একটি তৈরী পোশাক কারখানার দিকে অগ্রশর হতে থাকলে পুলিশ তাদের বাধাদেয়। এসময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শ্রমিকদের উপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এঘটনায় ৫জন শ্রমিকসহ সাভার জোনের সার্কেল রাশেল শেখ আহত হন।
পরে বিক্ষুব্ধ শ্রমিকরা রানাপ্লাজার সামনে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয় ।
এদিকে যেকোন অপৃতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য চালু নেই