সাভারে নির্মানাধীন ট্যানারির ছাদ ধসে আহত ৭
নিজস্ব প্রতিবেদক : সাভারের হেমায়েতপুরের ট্যানারি শিল্পে আজিজ ট্যানারি নামে প্রতিষ্ঠানের তিন তলা নির্মানাধীন ভবনের ছাদ ভেঙ্গে পড়ে সাত শ্রমিক গুরুতর আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে।খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে ৭ শ্রমিককে উদ্ধার করে।
পুলিশ ও ফায়ারি সার্ভিস জানায়, দুপুরে ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ করে এক তলা ভবনের ঢালাইয়ের ছাদ ভেঙ্গে পড়ে। এসময় কর্মরত সাত নির্মান শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হেমায়েতপুরে ডি লিং নামে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্যনারি পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামান বলেন সাত জনকে উদ্ধার করেছে পায়ার সার্ভিস আরওকেউ ভেতরে আছেকিনা তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।
তবে এঘটনা নিখোঁজ ও নিহতের কোন খবর পাওয়া যায়নি।
মন্তব্য চালু নেই