সাভারে দুইগ্রুপের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ৭

নিজস্ব প্রতিবেদক, (সাভার) : সাভারের বিরুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে।আহত হয়েছে আরও সাত জন।

সোমবার দুপুর দুই টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান বাজার সিটি ইউনিভাসির্টির সামনে এঘটনা ঘটে।

সিটি ইউনিভাসির্টির শিক্ষার্থীরা জানায় গতকাল ওই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদ এর সাথে আরেক শিক্ষাথী বাপ্পির সাথে প্রেম সংক্রান্ত বিষয়ে প্রচন্ড ঝগড়া হয়। এর পরে আজ দুপুরে শাহেদের লোকজন সিটিইউনিভার্সিটির সামনে দাড়িয়ে থাকলে বাপ্পির ভাড়াটে সন্ত্রাসীরা কিছু বুঝে ওঠার আগে শিক্ষার্থীদের উপর এলোপাথারী ভাবে গুলি বর্ষন করে।

এসময় গুলিবিদ্ধ হয় ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী সিফাত (২৩) ও আরেক বিভাগের শিক্ষার্থী বাসুদেব সহ বেশ কয়েকজন। পরে অন্য ছাত্ররা আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষনা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করাহয়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এঘটনায় জড়িত সন্দেহ দুই জনকে আটক করেছে।

এবিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্য এস আই তারিকুল ইসলাম বলেন এঘটনায় আমরা জড়িতদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি।

এদিকে এঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত সিফাতের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই