সাভারে তিতাস গ্যাসের পাইপে ফাটল, ৪০ ঘন্টা অতিবাহিত হলেও হয়নি মেরামত!
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রীজর নীচে বংশী নদীতে তিতাস গ্যাসের সরবরাহ পাইপের ফাটলের ঘটনায় প্রায় ৪০ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত মেরামত করা সম্ভব হয়নি।
ফাটল মেরামত করতে কত সময় লাগতে পারে তা জানাতে পারেনি তিতাস গ্যাসের কোন দ্বায়িত্ত¡প্রাপ্ত কর্মকর্তা
রবিবার বিকেল থেকে সাভারের বংশী নদীর ব্যাংক টাউন ব্রীজের নীচে তিতাস গ্যাসের সরবরাহ পাইপে ফাটলের পর থেকে প্রতিনিয়ত প্রচুর পরিমান গ্যাস নির্গত হলেও এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত মঙ্গলবার তা মেরামত করা সম্ভব হয়নি।
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার সকাল থেকে তিাতাস কর্তৃপক্ষ ফাটলকৃত পাইপটি খুজে বের করতে ভেকু দিয়ে মাটি কাটার কাজ শুরু করেছে।
এদিকে, গতদিনের চেয়ে তুলনামূলক গ্যাস নি:স্বরণ বেড়ে যাওয়ায় দূর্ঘটনা ও গ্যাস সংকটের আশংকা প্রকাশ করেছেন এলাকাবাসী। এছাড়া কর্তৃপক্ষের কাজের ধীর গতি দেখে আশের পাশের লোকজন মনে ক্ষোভ জমতে শুরু করেছে।
অপরদিকে, দ্রæত সমস্যাটি সমাধান করে জনমনে স্বস্থ্যি ফিরিয়ে আনতে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে সংশ্লিষ্টরা।
এব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত থাকা তিতাস গ্যাসের জয়দেবপুর ড্রিষ্টিবিউশন শাখার ডেপুটি ম্যানেজার জাহাঙ্গীর আলম কোন মন্তব্য করতে রাজী হননি।
মন্তব্য চালু নেই