প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

সাভারে ইরাদ আহমেদকে গ্রেপ্তারের দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

টিপু সুলতান (রবিন) : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে সাভার পৌর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা অবিলম্বে ইরাদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মাসুদ খাঁন রানা,পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভি,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দর রব খাঁন সজীবসহ আরো অনেকে।



মন্তব্য চালু নেই